আটক ১৬ জনকে মোবাইল কোটের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় নৌ পুলিশের একাধিক দল মা ইলিশ রক্ষা অভিযান ২০২৩ সফল করতে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে চাঁদপুর নৌ পুলিশ আজ বৃহস্পতিবার আনুমানিক ১ কোটি ১২ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭২ কেজি ইলিশ জব্দ করেছে। এ ছাড়া তারা ছয়টি নৌকাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অফিসার ও অন্যান্য পুলিশ
সদস্যরা মা ইলিশ রক্ষা অভিযান ২০২৩ সফল করার জন্য মেঘনা নদী ও এর বিভিন্ন শাখা-উপ শাখায় একাধিক দলে ভাগ হয়ে অভিযান চালান। জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য ৩৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।
আটক ব্যক্তিদের মধ্যে থেকে পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ছয়টি নৌকার মধ্যে দুটি নৌকা কোস্টগার্ডের কাছে রেখে বাকি চারটি নৌকা ধ্বংস করা হয়েছে। উদ্ধার করি ইলিশ দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।