মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম।

নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনার এবং দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর পিপিএমসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সর্বস্তরের পুলিশ সদস্য।

সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহীদদের প্রতি ভালোবাসা নিবেদন করতে পারে, সে লক্ষ্যে শহীদ মিনার এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ