সিলেট মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: এসএমপি

আগামী ২ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এ নিয়ে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১ সালের এইচএসসি/ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনা/আলিম পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২-এর প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।’
এতে আরও বলা হয়, ‘এই আদেশ আগামী ০২/১২/২০২১ খ্রিষ্টাব্দ হতে ৩০/১২/২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ০৭.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেন্দ্রগুলোর নাম
১. সিলেট সরকারি কলেজ, সিলেট
২. এমসি কলেজ, সিলেট
৩. সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট
৪. মদন মোহন সরকারি কলেজ, সিলেট
৫. মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট
৬. দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট
৭. আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট
৮. সিলেট ক্যাডেট কলেজ, সিলেট
৯. সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
১০. শাহপরান সরকারি কলেজ, সিলেট
১১. শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট
১২. সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
১৩. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
১৪. ইছরাব আলী স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
১৫. লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
১৬. জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট
১৭. সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট
১৮. জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট
১৯. টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
২০. মোহাম্মদ মখন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট