ইউপি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বক্তব্য দেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

সারা দেশে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
গতকাল সোমবার বিকেলে এলাকা ও কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন বিএমপি কমিশনার।

ওই সময় তিনি বলেন, ‘আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ আপনাদের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।’

শাহাবুদ্দিন বলেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে কোনো তথ্য জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন। আপনাদের কাছে সংশ্লিষ্ট বিট অফিসারসহ সকল ঊর্ধ্বতন অফিসারদের নম্বর রয়েছে, ৯৯৯ রয়েছে।’

ভয়ভীতির ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি কমিশনারের নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চলছে।