পুলিশি হেফাজতে ট্রাকচালক। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে চুরি যাওয়া লোহার কুচি বিক্রির ৫ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করেছে। এ সময় চুরির সঙ্গে জড়িত এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. জুয়েলের (৩৮) বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকায়।

জেলা পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর মো. আজিম উদ্দীন গাজী নামের এক ব্যবসায়ী ২২ টন ৪০০ কেজি লোহার কুচি বেনাপোল থেকে একটি ট্রাকে করে চট্টগ্রামে বিএসআরএম কোম্পানিতে পাঠান। কিন্তু ট্রাকচালক গন্তব্যস্থলে না পৌঁছে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। পরে মো. আজিম উদ্দীন গাজী গত ২১ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

উদ্ধার করা টাকা ও লোহার নমুনা। ছবি : বাংলাদেশ পুলিশ

মামলা তদন্তের এক পর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। এ সময় তাঁর কাছ থেকে লোহার নমুনা ও লোহা বিক্রির ৫ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ওই ট্রাকচালক ছদ্মনাম ও ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে মালামাল গন্তব্যস্থলে না পৌঁছে বিক্রি করে দেন। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।