উদ্ধার করা টাকা। ছবি : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সদস্যরা অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫ লাখ টাকা উদ্ধার করেছেন। এ সময় মো. আব্দুল আজিজ শেখ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, মঙ্গলবার (২৩ আগস্ট) রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, ১৮ আগস্ট সকালে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী।

তিনি বলেন, মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

উত্তরা পূর্ব থানায় করা মামলায় আসামিকে রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।