উঠান বৈঠকে পুলিশের প্রথম অ্যানিমেটেড ক্যারেক্টার এসআই দুর্জয় ও এএসআই শাপলা। ছবি: বাংলাদেশ পুলিশ

উঠান বৈঠক করেছেন বাংলাদেশ পুলিশের প্রথম অ্যানিমেটেড ক্যারেক্টার এসআই দুর্জয় ও এএসআই শাপলা।

সে বৈঠকের একটি ভিডিও বৃহস্পতিবার পোস্ট করা হয়েছে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে।

ভিডিওতে বৈঠকে উপস্থিত লোকজনের উদ্দেশে এসআই দুর্জয়কে বলতে শোনা যায়, ‘এই যে আজকে আমরা আপনাদের বাড়িতে এসেছি, তার কারণ হলো পুলিশের সেবা নিতে এখন আর দূরের থানা পর্যন্ত যেতে হবে না। আমরাই চলে এসেছি আপনাদের কাছাকাছি। আপনাদের ইউনিয়ন পরিষদেই এখন পুলিশের বিট কার্যালয়।’

দুর্জয়ের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত এক পুরুষের প্রশ্ন, ‘আইচ্ছা, তাইলে কি আর থানা থাকব না?’

জবাবে এসআই দুর্জয় বলেন, ‘আমরা আপনাদের থানারই পুলিশ। কিন্তু আগে আপনাদের থানা পর্যন্ত যেতে হতো। এখন আপনাদের হাতের নাগালেই আমরা পুলিশের বিট অফিস করেছি যাতে আপনাদের সময় বাঁচে, খরচ বাঁচে। বিট অফিস থেকেই আপনারা আমাদের সব ধরনের সেবা পাবেন।’

ওই বক্তব্যের পর এক নারী জানতে চান, ‘বিট অফিসে কি সব সময় পুলিশ থাকব?’

উত্তরে এএসআই শাপলা বলেন, ‘নির্দিষ্ট সময়ে আমরা প্রতিদিনই থাকব বিট কার্যালয়ে। তবে প্রয়োজন হতে পারে দিনে কিংবা রাতে। সে ক্ষেত্রে আমাদের বিট অফিসারের নাম্বারে ফোন করে পাশে পাবেন ২৪ ঘণ্টা। কাজেই বিট অফিসারের মোবাইল নাম্বার অবশ্যই সংগ্রহে রাখুন।’

এ পর্যায়ে এসে এক পুরুষের প্রশ্ন, ‘বিট অফিসের সেবা পেতে খরচ কেমন?’

জবাবে শাপলা বলেন, ‘কোনো খরচ হবে না। কারণ, বাংলাদেশ পুলিশের সব সেবা সম্পূর্ণ ফ্রি। তবে আপনাদেরও দায়িত্ব রয়েছে। যেকোনো অপরাধ, অনিয়ম ঘটতে দেখলে দ্রুত আমাদের জানাতে হবে।’

ভিডিওটি শেষ করা হয় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগান দিয়ে।