উজবেকিস্তানের কারাকালপাকস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪৩ জন। স্থানীয় সময় ৪ জুলাই (সোমবার) উজবেকিস্তান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয়ের কর্মকর্তা আবরর মামাতোভকে উদ্ধৃত করে জানায়, নুকুসে ব্যাপক সংঘর্ষের সময় গুরুতর আহত হয়ে ১৮ জন মারা গেছেন।

উজবেকিস্তানের সংবিধানে কারাকালপাকস্তান প্রদেশকে স্বায়ত্তশাসন দেওয়া আছে। দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ সম্প্রতি সংবিধানের ওই অনুচ্ছেদ বাতিলের পরিকল্পনা করেন। প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। প্রাদেশিক রাজধানী নুকুসে ১ জুলাই বিক্ষোভ শুরু করে তারা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা।

উজবেকিস্তানের ন্যাশনাল গার্ড জানিয়েছে, ১ জুলাই বিক্ষোভের সময় ৫১৬ জনকে আটক করা হয়। তাদের অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ওই দিন স্থানীয় সরকারি ভবনগুলো অবরোধের চেষ্টা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাকালপাকস্তানে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।