উখিয়ায় গ্রেপ্তারকৃত এফডিএমএন সদস্য

কক্সবাজারের উখিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ১০ হাজার পিস এমফিটামিন জাতীয় ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ এফডিএমএনের একজন সদদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় ক্যাম্প-১৩,১৯ এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খাঁনের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. জালাল উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আলমগীর হোসেন, এসআই মো. কামরুল আলম, এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে কাঁঠালগাছতলা বাজারের হারেস মিয়ার মুদিদোকানের সামনে থেকে ১০ পিস এমফিটামিন জাতীয় ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ এফডিএমএন সদস্য মোস্তাক আহম্মদকে (৬৪) আটক করা হয়।

পরে তাঁকে গ্রেপ্তার করে জব্দকৃত আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।