উখিয়ায় উদ্ধার হওয়া তিন ব্যক্তি। ছবি: এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাত সাড়ে আটটার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্ট এর সেতুর ওপর থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মোঃ সাদেক (২১), খাইরুল আমিন (১৯) ও সৈয়দ আমিন (১৮)। তাঁদের সবার বাড়ি উখিয়া উপজেলায়।

এপিবিএন সূত্রে জানা গেছে, উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্ট এর ডি/৪ এর খেলার মাঠ থেকে কয়েকজন অপহরণকারী ওই তিনজনকে অপহরণ করে ক্যাম্প-৬-এ নিয়ে যায়। এমন খবর পাওয়ার সঙ্গ সঙ্গে পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকারের (পিপিএম) নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান এবং সঙ্গীয় ফোর্স ওই ক্যাম্পের ভেতরে এবং ক্যাম্প-৬ এলাকার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে তৎপরতার পাশাপাশি বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ক্যাম্প-৬ এর সব মাঝিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। পুলিশি তৎপরতার এক পর্যায়ে অপহরণকারীরা ওই তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২/ওয়েস্ট এর স্টীল ব্রিজের ওপর থেকে তাঁদের উদ্ধার করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শক্রমে তাঁদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। অপহরণকারীদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।