উখিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪০টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৫৪ হাজার টাকাসহ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১০ এর জি ব্লকের জাফর আলমের ছেলে আনিসুর রহমান ও একই ব্লকের নুর হোসেনের মেয়ে ইসমত আরা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পানবাজার এপিবিএন ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে ক্যাম্প ১০ এর ৮ ব্লকের আনিসুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে টাকা, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।