‘জনতার পুলিশ স্টোর’ থেকে মাত্র দুই টাকায় ঈদসামগ্রী কিনছেন এক নারী। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুরের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্তদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে ‘জনতার পুলিশ স্টোর’। এখানে মাত্র দুই টাকার বিনিময়ে ঈদসামগ্রীর প্যাকেজের আওতায় শাড়ি, লুঙ্গি, চাল, আলু, তেল, সেমাই ও চিনি বিক্রি করা হবে। উদ্যোগটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’।

শেরপুর পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে শেরপুর পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
‘জনতার পুলিশ স্টোর’ সম্পর্কে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম-কে ব্রিফ করছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ
‘জনতার পুলিশ স্টোর’ থেকে ঈদসামগ্রী কিনতে ভিড় করেন শেরপুরের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্ত লোকজন। ছবি : বাংলাদেশ পুলিশ
‘জনতার পুলিশ স্টোর’ থেকে মাত্র দুই টাকায় ঈদসামগ্রী কিনছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ছবি : বাংলাদেশ পুলিশ
‘জনতার পুলিশ স্টোর’ থেকে মাত্র দুই টাকায় ঈদসামগ্রী কিনে নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন এক বয়োজ্যেষ্ঠ নারী। ছবি : বাংলাদেশ পুলিশ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুনাক ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি : বাংলাদেশ পুলিশ
অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পুনাক ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি : বাংলাদেশ পুলিশ