কেএমপির প্রীতিভোজে খাবার পরিবেশন করছেন কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনসে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রীতিভোজে কমিশনার মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে অংশ নেন।

কেএমপি কমিশনার পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন এবং তাঁদের সঙ্গে বসে খাবার খান।
প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশের প্রতিটি ইউনিটে আমেজ তৈরি হয়। প্রত্যেক পুলিশ সদস্য আনন্দচিত্তে প্রীতিভোজে অংশ নেন।

আজ ঈদের জামাত শেষে পুলিশ সদস্যদের মনোবল চাঙা এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইনসসহ প্রতিটি ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

প্রীতিভোজে কেএমপির উপকমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপকমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাশিদা বেগম পিপিএম-সেবা, উপকমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম শাকিলুজ্জামান, উপকমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।