ইসিবির প্রধান ইয়ান হোয়াটমোর। ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর বাতিলে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর।

বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।

ইসিবির সঙ্গে সমঝোতার ভিত্তিতে চলতি ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরই পদ ছাড়বেন ৬৩ বছর বয়সী হোয়াটমোর।

ইংল্যান্ড পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিলে চারদিক থেকে সমালোচনার মুখে এক বছর দায়িত্ব পালন শেষে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন হোয়াটমোর। বোর্ডের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছরের।

হোয়াটমোর বলেন, ‘ইসিবির চেয়ারটা ছাড়তে হচ্ছে ভেবে খারাপ লাগছে। তবে আমি বুঝেশুনেই নিজের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি খেলাটাকে খুব ভালোবাসি।’

তিনি বলেন, ‘করোনা মহামারির আগে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমাকে দেওয়া দায়িত্ব মূল ভাবনা থেকে ভিন্ন। এটি ব্যক্তিগতভাবে আমার ওপর বিরূপ প্রভাব ফেলেছে।’

হোয়াটমোর আরও বলেন, ‘বোর্ড এবং আমি মনে করি, নতুন কাউকে দিয়ে এ দায়িত্ব পরিচালনা করা হবে।’

কলিন গ্রেভসের অবসরের পর ২০২০ সালের সেপ্টেম্বরে ইসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন হোয়াটমোর।