সচেতনতামূলক সভায় বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ইসলাম কখনোই কারও ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর, হত্যাকাণ্ড কিংবা অগ্নিসংযোগ সমর্থন করে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নগরবাসীকে সচেতন করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএমপি আয়োজিত বিটভিত্তিক চলমান সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, ‘সকল ধর্মের মানুষ নিয়েই এই দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ মিলেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটাকে স্বাধীন করেছি। তাই ধর্মীয় দিক বিবেচনায় কেউ সংখ্যালঘু হলেও এ দেশের মানুষ হিসেবে, এ দেশের নাগরিক হিসেবে কেউ এখানে সংখ্যালঘু নয়।’

তিনি বলেন, ‘এই দেশে সবার সমান অধিকার। আর এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের শক্তি। তাই কোনো দুষ্কৃতকারী যেন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে না পারে, এ জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এসব দুষ্কৃতকারীকে সামাজিকভাবে মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।’

ওই সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা তুলে ধরেন।