অধিকৃত পশ্চিম তীরের একটি শহরে ইসরায়েলি সেনাদের অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

ইসরায়েলের সেনাবাহিনী নাবলুসে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেছে, সংঘর্ষে ইসরায়েলের পক্ষে কেউ হতাহত হয়নি। খবর রয়টার্সের।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, নাবলুসে তাদের দুই কমান্ডারের বাড়ি ইসরায়েলি সেনারা ঘেরাও করার সময় সংঘর্ষের সূত্রপাত হয়।

ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, ইসলামিক জিহাদের দুই কমান্ডারের সঙ্গে আরেকজন বন্দুকধারী নিহত হয়েছে। এ ছাড়া অন্তত তিনজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

চিকিৎসাকর্মীরা বলছেন, ১০২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।