পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো আইডি হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা-পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে লালপুর থানাধীন চামটিয়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. ফাহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম জানান, জামালপুরের সরিষাবাড়ী থানা এলাকার বাসিন্দা মো. কামরুল হাসান ইমো ব্যবহার করেন। সম্প্রতি বন্ধু জোবেদ আলীর ইমো আইডি থেকে কামরুলের কাছে টাকা চাওয়া হয়। ভালো বন্ধু হওয়ার সুবাদে জোবেদকে কয়েক দফায় বিকাশ নম্বরে মোট ৫৫ হাজার ৭০০ টাকা পাঠান কামরুল। এক পর্যায়ে কামরুলের মনে সন্দেহ জাগে। মোবাইল ফোনে জোবেদের সঙ্গে যোগাযোগ করে তাঁর ইমো আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী কামরুল।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার এবং হ্যাকিংয়ে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এরই মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।