ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মো. রাসেল। ছবি: বাসস

গ্রাহকের করা অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম শুক্রবার এ দম্পতিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, ইভ্যালির দুই কর্মকর্তাকে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। ওই সময় তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন দুজনের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দুজনকে তিন দিনের রিমান্ডে পাঠান।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শামীমা ও রাসেলকে। সেখান থেকে তাদের নেওয়া হয় রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে।
র্যাবের প্রধান কার্যালয়ে শুক্রবার ব্রিফিংয়ের পর দুজনকে হস্তান্তর করা হয় গুলশান থানা পুলিশের কাছে। পুলিশ ই-কমার্স প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তাকে নিয়ে যায় আদালতে।