ভূমিধসে এখানো নিখোঁজ অসংখ্য লোক। ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগর সীমান্তবর্তী ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় অসংখ্য লোক নিখোঁজ রয়েছেন।

দেশটির দুর্যোগ কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানান। খবর বাসসের।

ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) ছবি এবং ভিডিওতে দেখা গেছে, বনাঞ্চলের ভেতর ভূমিধস হয়েছে এবং সেরাসান দ্বীপে অবস্থিত বাড়িঘরের ওপর গিয়ে পড়েছে। এতে বাড়িঘর, গাছপালা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নাতুনা তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান আবদুল রহমান বলেছেন, সবশেষ ৫০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে এবং নিহত হয়েছেন ১৫ জন।

সংস্থার আরেক মুখপাত্র জুনাইনাহ জানিয়েছেন, আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনো জোরে জোরে বইছে। জোয়ারের কারণে ঢেউও বেশি হচ্ছে।