ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ সদ্য যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিটে নতুন যোগ দেওয়া এক কর্মকর্তাকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ থেকে ঢাকায় সিআইডিতে বদলি হওয়া সহকারী পুলিশ সুপার হেলালুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

সংবর্ধনা পাওয়া তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার মো. হেলালুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান পিপিএম।
সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান পিপিএমকে বিদায় সংবর্ধনায় ক্রেস্ট উপহার দেন ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

তিন কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ সদ্য যোগদান করেছেন। সহকারী পুলিশ সুপার হেলালুল ইসলাম নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ থেকে ঢাকায় সিআইডিতে বদলি হয়েছেন। আর সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম অবসরে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

তিন কর্মকর্তাকে সংবর্ধনা দিতে ৮ জানুয়ারি (রোববার) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। পাশাপাশি সদ্য যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ