‘ইনফর্ম এটিইউ’ অ্যাপে অভিযোগ পেয়ে হারানো মুঠোফোন উদ্ধার করে এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বিশেষ অ্যাপ ‘ইনফর্ম এটিইউ’। এর মাধ্যমে যে কেউ যেকোনো অপরাধের বিষয়ে এটিইউকে তথ্য দিতে পারেন। এই অ্যাপ ব্যবহার করে হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন খুলনার বাসিন্দা এস কে মিজানুর রহমান।

মিজানুর রহমান পেশায় আইনজীবী। সম্প্রতি তিনি তাঁর মুঠোফোনটি হারিয়ে ফেলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাডভোকেট এস কে মিজানুর রহমান মুঠোফোন হারানোর পর অ্যান্টি টেররিজম ইউনিটের ‘ইনফর্ম এটিইউ’ অ্যাপ ব্যবহার করে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই কাজ শুরু করে এটিইউ। এরপর মুঠোফোনটি উদ্ধার করে ২৯ জুন (বুধবার) প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। হারানো মুঠোফোন ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিজানুর রহমান।