পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা হেরোইন। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের ইটনা থানা-পুলিশের পৃথক অভিযানে ২৯ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) ইটনা থানাধীন সড়কহাটি ও আমিরগঞ্জ বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আতাউর রহমান ওরফে লেলিন (৩৫), মো. মিজান মিয়া (৩৫), মো. এরশাদ মিয়া (৩৫), জজ মিয়া (২৩), উসমান গনি ওরফে সুমন (২৪) ও শেখ ফরিদ (২২)। তাঁদের প্রত্যেকের বাড়ি ইটনা থানা এলাকায়।

পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জল মিয়া জানান, শনিবার বিকেলে ইটনা থানাধীন সড়কহাটি এলাকা থেকে ২৯ গ্রাম হেরোইনসহ আসামি আতাউর, মিজান ও এরশাদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আমিরগঞ্জ বাজার থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ জজ, উসমান ও ফরিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।