পিবিআই যশোরের অভিযানে গ্রেপ্তার ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য ও উদ্ধারকৃত ইজিবাইক। কোলাজ: পুলিশ নিউজ

অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

লুণ্ঠিত ইজিবাইক, মোবাইলফোনও উদ্ধার করেছে পিবিআই।

পিবিআই জানায়, যশোরের চৌগাছা থানাধীন ফুলসারা নিমতলা এলাকার মো. আলিমুদ্দিন (২২) গত ৫ মার্চ দুপুর ১২টার দিকে ইজিবাইক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছান। ওই সময় অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি কোতোয়ালি থানাধীন খয়েরতলা যাওয়ার কথা বলে ৪০০ টাকায় ইজিবাইকটি ভাড়া নেন।
আলিমুদ্দিন ওই ব্যক্তিদের নিয়ে খয়েরতলা বাজারে রেল স্টেশনের কাছে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা চায়ের দোকানে নিয়ে আলিমুদ্দিনকে কফি পান করতে দেন। ঘুমের ওষুধ মেশানো সে কফি পান করে আলিমুদ্দিন অজ্ঞান হয়ে পড়লে তার গাড়িতে চড়া লোকজন ইজিবাইক ও চালকের মোবাইলফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় আলিমুদ্দিন পিবিআই যশোরের কাছে ১০ মার্চ অভিযোগ করলে ছায়া তদন্ত শুরু হয়। সে তদন্তের ধারাবাহিকতায় ১১ মার্চ যশোরের বাঘারপাড়া থানাধীন ধলগা রাস্তার মোড়ে যাত্রীবাহী বাস থেকে মো. তুহিন খন্দকারকে (৪০) গ্রেপ্তার করে পিবিআই। পরবর্তী সময়ে নড়াইলের নড়াগাতীর পাখিমারা থেকে ১২ মার্চ ভোররাত ৪টার দিকে চুন্নু মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করে পিবিআই।

পরবর্তী সময়ে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক ও মোবাইল উদ্ধার করা হয়।