ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইকুয়েডরের কুইটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলুসি গ্রামে স্থানীয় সময় ২৬ মার্চ (রোববার) রাতে ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে বেশ কিছুসংখ্যক বাড়ি মাটি চাপা পড়ে। আহত হয় ২৩ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে হিমবাহের কারণেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা থেকে ঘটনাস্থলে গেছে। দুর্গত এলাকা থেকে সব নাগরিককে সরিয়ে আনার আহ্বান জানান তিনি।