পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। ছবি: পুলিশ নিউজ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে সতর্কবার্তা দিয়েছেন পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

বুধবার রাতে এক সতর্কবার্তায় তিনি বলেন, ‘প্রিয় পাবনাবাসী, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি অসাধু চক্র আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে বিভিন্ন সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের ফোন করে নির্বাচনে সুবিধা প্রদানের কথা বলে অবৈধভাবে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। অফিসার ইনচার্জ, সুজানগরের নম্বর ক্লোন করে এ ধরনের কল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।’

এসপি মহিবুল ইসলাম বলেন, ‘পাবনা জেলা পুলিশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংকল্পবদ্ধ। নির্বাচনসংক্রান্ত কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং কেউ এ ধরনের প্রস্তাব দিলে ফোনটি কেটে দিয়ে ওই নম্বরে কলব্যাক করুন। তাহলে তার পরিচয় নিশ্চিত হতে পারবেন। এই ধরনের কল পেলে তাৎক্ষণিক পুলিশ সুপার, পাবনাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।’