চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপে দেশের ৭০৮টি ইউনিয়নে ভোট হচ্ছে। এর মধ্যে ৪০টিতে ভোট হচ্ছে ইলেকট্র্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এই নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন।

৭০৮ ইউপির মধ্যে বিভিন্ন পদে ইতোমধ্যে ১৯৩ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ ‌ও সাধারণ সদস্য পদে ১১২ জন রয়েছেন।