যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাঁর দেশ কিংবা ন্যাটো জোট ইউক্রেন যুদ্ধে অংশ নেবে না। রাশিয়া ও ন্যাটোর মুখোমুখি লড়াইয়ের মানে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। খবর এএফপির।

বাইডেন টুইটারে এক টুইটে এ মন্তব্য করেছেন। এতে তিনি আরও বলেন, ‘আমি এটা স্পষ্ট করতে চাই, আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি জায়গা পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করব।’

বাইডেন আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো জয়ী হবেন না। পুতিন কোনো লড়াই ছাড়া ইউক্রেন দখলের আশা করেছিলেন। ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর আশা করেছিলেন। ন্যাটো জোটকে দুর্বল করার আশা করেছিলেন। আমেরিকাকে দ্বিখণ্ডিত করার আশা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন।