ঘূর্ণিঝড় আসানি মোকাবিলায় প্রচারণায় নৌ পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আসানি মোকাবিলায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে নৌ পুলিশ।
সদরঘাট নৌ থানা-পুলিশ কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অভয় মিত্র ঘাট পর্যন্ত সব ঘাটে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রচারণা চালায়। খবর চট্টগ্রাম খবরের।

নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে নৌ পুলিশ। এ জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, তাৎক্ষণিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়ামাত্র উদ্ধার অভিযানের জন্য নিরাপত্তাসামগ্রী, ফোর্স ফাইভার বোট প্রস্তুত রাখা হয়েছে।