পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুর জেলার আলুর বাজার নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সোয়া নয় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

নৌ-ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ৪ অক্টোবর মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ২৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । এছাড়া অভিযানকালে ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে সেগুলো অসহায়দের মাঝে বণ্টন করা হয়।