উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধসহ আহত হয়েছেন অনেকে।

বিবিসি জানায়, আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্দজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফ এলাকায় ২৪ জন এবং সেতিফ এলাকায় এক নারী (৫৮) ও তাঁর মেয়ে (৩৬) মারা গেছেন। বিভিন্ন প্রদেশের ৩৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণকারীদের হেলিকপ্টারে করে ১৭ আগস্ট (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যায়ও বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। ওই এলাকায় ১৬টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। সেতিফে দাবানল লোকালয়ে পৌঁছে গেছে।