ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ম্যাচের ২৪তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিক আর্সেনাল। কেভিন ডি ব্রুইনের গোলে লিড পায় সিটি। কিন্তু ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সাকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোল পায়নি কোনো দল। ৭২তম মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড।

এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মাইকেল আর্তেতার দল। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। অন্যদিকে আর্সেনালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট। গোল ব্যবধানে আর্সেনালের চেয়ে এগিয়ে আছে ম্যান সিটি।