টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান চালান এপিবিএন সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) হামলার শঙ্কায় কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অভিযানে ড্রোন দিয়ে অপরাধীদের সম্ভাব্য সব আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। ছবি: পুলিশ নিউজ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ নম্বর ক্যাম্পে সম্ভাব্য হামলা ঠেকাতে সোমবার বিকেল ৪টার দিকে কমান্ডো টিমসহ এপিবিএনের ১০৫ কর্মকর্তা ও সদস্য নিয়ে ড্রোনের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

ওই সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সব আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্লকে পাহাড়ে থাকা সন্দেহজনক শেডগুলো তল্লাশি করা হয়।
বিশেষ অভিযান চলাকালে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় রোহিঙ্গা দুর্বৃত্ত মো. তাহেরকে (১৯) গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র। ছবি: পুলিশ নিউজ

অভিযানে কয়েকটি শেড থেকে দেশীয় তৈরি ৫টি লোহার রড, বিভিন্ন আকারের ৮টি রামদা ও ৪টি কাঠের চোকা লাঠি উদ্ধার করা হয়।
ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। এপিবিএন পরিস্থিতি নজরে রেখেছে।