রংপুর নগরে দায়িত্ব পালন করছেন আরপিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

সড়ক পরিবহন আইন অমান্য করার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ট্রাফিক বিভাগ ১০০টি মামলা দায়ের করেছে।

গতকাল বুধবার (৩ নভেম্বর) ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং আরপিএমপির সব থানার চেকপোস্টে এসব মামলা দায়ের করা হয়।

আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করায় এবং ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৪টি যানবাহন আটক করা হয়। এ সময় মোট ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।