রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আসামিদের একজন। ছবি: আরপিএমপি

রংপুরের হারাগাছ ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার তাদের গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সদস্যরা।

হারাগাছ

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ, নাজমুল ইসলাম ও অন্য পুলিশ সদস্যরা হারাগাছ থানা এলাকায় গত রোববার মাদকবিরোধী অভিযান চালান। ওই সময় থানার বেনুঘাট কারবালাপাড়া থেকে জামাল হোসেন ওরফে রঞ্জু (৩২) ও মোসলেম উদ্দিনকে (৪১) গ্রেপ্তার করা হয়।

দুজনের মধ্যে রঞ্জুর বাড়ি বেনুঘাট কারবালা এলাকায়। আর মোসলেমের বাড়ি গুলাল বুদাই এলাকায়।

ওই দুজনের কাছ থেকে ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের নামে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

কোতোয়ালি

গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে অন্য কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা কোতোয়ালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। ওই অভিযানে থানার আলমনগর মুসলিমপাড়া সালফেট ক্যাম্পের মাথায় ফয়সাল হোসেনের পানের দোকানের সামনে রাস্তা থেকে শহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।

শহিদুলের বাড়ি কোতোয়ালি থানার নুরপুর কবরস্থান এলাকায়। তার কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।