ছবি : সংগৃহীত

প্রায় প্রতি ম্যাচেই নিজেকে নতুন করে মেলে ধরার প্রচেষ্টা দেখা যায় সাকিব আল হাসানের মধ্যে। আজ রোববার (২৪ অক্টোবর) বিকেলে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের এই তারকা।

চলতি আসরে প্রথম তিন ম্যাচে ৯ উইকেট শিকার করে আফ্রিদির ৩৯ উইকেটকে ছুঁয়েছিলেন তিনি। আর আজ লঙ্কানদের বিপক্ষে ২ উইকেট নিয়ে সবাইকে টপকে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। খবর যুগান্তরের।

আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব আল হাসান।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান দুই তারকা ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা ও আভিস্কা ফার্নান্দোকে আউট করেন সাকিব। এই দুই উইকেট শিকারেরর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সংগ্রহ ৪১ উইকেট। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।