পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা স্বর্ণ। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮১ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ জুন) নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের শহর রক্ষা বাঁধ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. দেলোয়ার হোসেনের (৩৬) বাড়ি নগরীর দামকুড়া থানা এলাকায়।

আরএমপি ডিবির সহকারী পুলিশ কমিশনার মোসা. আরজিনা খাতুন জানান, ভারতে নৌপথে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অবস্থান করছেন কয়েকজন, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ৯৩ লাখ টাকা। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।