আরএমপি ডিবির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে টাকা, তাসসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার আসামিরা হলেন ফরিদ হাওলাদার (৭০), রাসেল সওদাগর (৩৬), মোহাম্মদ মিন্টু (৪৪), মো. আবদুর রহিম (৪৪), মোহাম্মদ মানিক (৪০), লিটন শেখ (৩২), আনোয়ার হোসেন (৪৫) ও সিরাজ মিয়া (৫০), যাঁদের সবার বাড়ি নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায়।
আরএমপি ডিবির ভাষ্য, গতকাল শনিবার রাত ১২টা ৪০ মিনিটে আরএমপি ডিবির এসআই মো. শরিফুল রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কিছু জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির ওই টিম গতকাল দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। ওই সময় তাঁদের কাছ থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়।
আরএমপির চন্দ্রিমা থানায় মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।