আরএমপির বিদায়ী কমিশনার আবু কালাম সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) মো. আবু কালাম সিদ্দিককে বদলি করা হয়েছে। তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

আরএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডিতে, রাজশাহী সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ভাইস প্রিন্সিপাল) মো. আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশে ও টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সূত্র: জাগো নিউজ।