পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানার পুলিশ বড় বনগ্রামের ভাড়ালিপাড়া এলাকায়
অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আফজাল হোসেন রয়েল (৪১) ও মো. আজগর আলী ডাবলু (৪৪)।

জানা যায়, ১ মে সন্ধ্যা পৌনে ৭টায় আরএমপির শাহ মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নুর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহ মখদুম থানা-পুলিশের একটি টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এ সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বড় বনগ্রামের ভাড়ালিপাড়া এলাকার মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. শরিফুল ইসলাম ও তাঁর টিম সন্ধ্যা ৭টায় অভিযান পরিচালনা করে আসামি আফজাল ও আজগরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আসামি আফজালের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা ও আজগরের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা আছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।