আরএমপির কাশিয়াডাঙ্গা থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আরএমপি নিউজ

রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামি মো. তাসিকুল ইসলামের (৩৯) বাড়ি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেনের নেতৃত্বে এসআই মো. ইমরান হোসেন ও তাঁর টিম কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। ওই সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধের ওপর এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের ওই টিম কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাসিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে ১ হাজার ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি জানান, তিনি দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।