দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কনস্টেবল ও নায়েকগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ব্যবস্থাপনায় কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১৩তম ব্যাচ) উদ্বোধন হয়েছে।

রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিচালনায় শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আরএমপি ট্রেনিং স্কুলে কোর্সের উদ্বোধন করেন আরএমপির উপপুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন।

রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম এবং প্রশিক্ষণার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।