মাহমুদউল্লাহ রিয়াদ। পুরোনো ছবি

স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই কুপোকাত বাংলাদেশ।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ব্যাট হাতে সফল হতে পারেননি। শেষ দিকে ওভারপ্রতি ১০ রান করে নেওয়ার চাহিদায় মাহমুদউল্লাহ রিয়াদও দ্রুত রান বের করতে ধুঁকলেন। ম্যাচ শেষে অসহায় কণ্ঠে সব দায় নিলেন অধিনায়ক।

গতকাল রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারে বাংলাদেশ। খবর দ্য ডেইলি স্টারের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের দায়টা মেনে নিয়ে অধিনায়ক বললেন, ‘ইচ্ছার কোনো ঘাটতি ছিল না। আমরা তো আর ইচ্ছে করে মন্থর ব্যাটিং করিনি। সম্ভবত যে বাউন্ডারি মারতে চাচ্ছিলাম, সেগুলো মারতে পারিনি। পরেরবার আরও ভালোভাবে চেষ্টা করব।’

মাহমুদউল্লাহ বলেন, ‘সব মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল। এটা খুবই হতাশাজনক। আমরা এই জিনিসগুলো এখন যদি খেয়াল না করি। পরের ম্যাচে যদি একই ভুলের পুনরাবৃত্তি করি, তাহলে আমার মনে হয়, আমাদের ভালো কিছু হবে না।’