রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটার চিহ্ন পাওয়া গেছে। খবর যুগান্তরের।

ওই নারী চিকিৎসকের নাম জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭)।

পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

জান্নাতুল মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে কোর্স করছিলেন তিনি।

পুলিশ জানায়, মৃত্যুর আগে ওই নারীর সঙ্গে হোটেলে ছিলেন তাঁর বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক আছেন।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা দুজন হোটেলে রুম বুকিং করেন। বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। রেজাউলের নামে মামলা করেছেন জান্নাতুলের বাবা শফিকুল আলম। রেজাউলকে ধরতে অভিযান চলছে।