প্রতিবেশী আফগানিস্তান থেকে চালানো গুলিতে পাকিস্তানে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। ইসলামাবাদ ৬ ফেব্রুয়ারি (রোববার) এ খবর জানায়। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

এর আগে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত হন নয় পাকিস্তানি সেনা।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুরাম জেলায় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তারা এ হামলা চালিয়েছে। টিটিপি ৬ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে।

তবে পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) বলেছে, হামলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছে।