আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তান, ভারতেও কম্পন অনুভূত হয়েছে।

বিবিসি জানায়, ভূমিকম্পে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকারি এক কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ২৫০ জনের বেশি মারা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। পাকতিকা প্রদেশের পাশাপাশি নানগারহার ও খোস্তেও মৃত্যুর খবর পাওয়া গেছে।