ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সাম্প্রতিক বন্যায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সমকালের।

মন্ত্রণালয় জানায়, বন্যার কারণে নাগরিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী শরাফুদ্দিন মুসলিম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের ঘর বন্যায় ধ্বংস হয়ে গেছে, তাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি করা হয়েছে তাঁবুর ব্যবস্থাও।

কুন্দুজ প্রদেশের বাসিন্দা আহমাদুল্লাহ বলেন, হাজার হাজার একর জমি বন্যায় তলিয়ে গেছে। এখনো কিছু জমি বন্যার পানিতে নিমজ্জিত।

নানগারহার প্রদেশের বাসিন্দা হামিদুল্লাহ সিনওয়ারি বলেন, গত রাতে ভারী বর্ষণের ফলে একটি ঘরের ছাদ ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।