ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দুটি যাত্রীবাহী মাইক্রোবাসে বোমা বিস্ফোরণ হয়েছে। এত অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।

বৃহস্পতিবারের (২৮ এপ্রিল) এ ঘটনায় নিহতরা সবাই শিয়া মুসলিম বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

মাজার-ই-শরিফের কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে বলেন, বোমাগুলো মাইক্রোবাসগুলোর ভেতরে রাখা ছিল।

স্থানীয় শিয়া সম্প্রদায় গণপরিবহন হিসেবে ব্যবহৃত এই মাইক্রোবাসগুলো পরিচালনা করে এবং মূলত তারাই এগুলো ব্যবহার করে।