নওগাঁ জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আন্তজেলা চোরচক্রের পাঁচ সদস্য। ছবি: পুলিশ নিউজ

নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা চোরচক্রের পাঁচ সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে চোরাই হওয়া মালামাল।

জেলা পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে নওগাঁর রানীনগর থানার সুফিয়া মার্কেটের একটি মোবাইলের দোকানে চুরি হয়। চোরের দল দোকানের তালা কেটে বিভিন্ন কোম্পানির প্রায় ৯৫টি মোবাইল ফোনসহ (যেগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা) কিছু নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরপরই রানীনগর থানায় চুরির মামলা হয়।

মামলার পর থেকে নওগাঁ জেলা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল থেকে নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সান্টু (২৩), সাকিবুর রহমান রনি ওরফে ময়নুল (২৫), আখতার হোসেন ওরফে আপু (৩৮), মামুনুর রশিদ মামুন ওরফে মন্টু (৩২) ও আবু বক্কর সিদ্দিক (৩২)। তাঁদের বাড়ি নওগাঁর মান্দা ও আত্রাই থানা এলাকায়।

গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি চোরাই মোটরসাইকেল, একটি কাটার এবং চুরি যাওয়া ১৪টি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ৪৫ হাজার ৭৯০ টাকা) উদ্ধার করা হয়।