পুলিশের হেফাজতে চোরচক্রের গ্রেপ্তার চার সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। তাদের কাছ থেকে ৬টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর যশোর কোতোয়ালি মডেল থানায় আকমান আলী নামে এক ইজিবাইক চালক অভিযোগ করেন, তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর গত ১৪ ও ১৫ অক্টোবর রাতে যশোর শহর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরচক্রের ৪ সদস্যকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন -পুলেরহাট এলাকার ইসমাইলের ছেলে ইব্রাহিম, চাচঁড়া রায়পাড়ার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন, রেলস্টেশন এলাকার ফারুক হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন, তপসীডাঙ্গার মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম বাবু। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, তারা যশোর, খুলনা, সাতক্ষীরা ও ঢাকায় ইজিবাইক চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।