যশোরের বেনাপোল পোর্ট থানার অভিযানে গ্রেপ্তার দুজন ও উদ্ধার হওয়া ছোলা। ছবি: পুলিশ নিউজ

আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে যশোরের বেনাপোল পোর্ট থানা।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থল বন্দরের গেটের সামনে ‘আছিয়া ট্রান্সপোর্ট’ নামের একটি প্রতিষ্ঠান আছে আবদুল মান্নানের। চট্টগ্রামের চাক্তাইভিত্তিক ‘মেসার্স সৈকত ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের আমদানি করা মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আছিয়া ট্রান্সপোর্ট। সৈকত ট্রেডার্সের আমদানিকৃত ছোলার মধ্যে ৬৬৭ বস্তা রাজবাড়ীর প্রতিষ্ঠান ‘সাগর ট্রেডারর্স’-এর কাছে পাঠানোর জন্য গত ২৮ মার্চ ট্রাক লোড করে আছিয়া ট্রান্সপোর্ট।
পরবর্তী সময়ে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্য জায়গায় বিক্রি করে দেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় ২ মার্চ মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ মার্চ চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে হাসান আল মামুন রাজন (৩০) ও খাসিয়ার রহমান মিঠুকে (৪০) গ্রেপ্তারের পাশাপাশি আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করে পুলিশ।